শেকৃবিতে চালু হয়েছে পে-রোল ম্যানেজমেন্ট সফটওয়্যার।।
- প্রকাশিত: ০৩:০৩:২৫ অপরাহ্ন, শনিবার, ২২ জুন ২০২৪
- / 13
শাহরিয়ার ইমন(শেকৃবি প্রতিনিধি):
শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীগণের বেতন-ভাতাদি ব্যাংকে প্রেরণের নিমিত্তে পে-রোল ম্যানেজমেন্ট সফটওয়্যার চালু করা হয়েছে।
এই সফটওয়্যার এর মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীগণ শেকৃবির ওয়েবসাইটে গিয়ে (http://www.sau.edu.bd) পে-রোল (Payroll) মেন্যু বার এ ক্লিক করে আইডি ও পাসওয়ার্ড দিয়ে ড্যাশবোর্ডে প্রবেশ করতে পারবেন এবং বেতন বিবরণী ডাউনলোড করতে পারবেন।
এই বিবরণীটি ইলেকট্রনিকভাবে তৈরি করা হয়েছে, তাই কোন স্বাক্ষর প্রয়োজন নেই। আইডি ও পাসওয়ার্ড পাওয়া যাবে শেকৃবির আইসিটি সেল থেকে।
শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেলের পরিচালক অধ্যাপক ড. মো: মোফাজ্জল হোসাইন এর সার্বিক তত্ত্বাবধানে ইনোভেশন টিম কর্তৃক এই সফটওয়্যার চালু করা হয়েছে।
উল্লেখ্য, গত ১১জুন ২০২৪ বিশ্ববিদ্যালয়ের আ ফ ম বাহাউদ্দিন নাছিম প্রশাসনিক ভবনের কনফারেন্স কক্ষে মাননীয় ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. মো: শহীদুর রশীদ ভূঁইয়া পে-রোল ম্যানেজমেন্ট সফটওয়্যার এর শুভ উদ্বোধন করেন।