ঢাকা-বেইজিং এক চুক্তি ও ৮ সমঝোতা স্মারক সই
- প্রকাশিত: ০৪:৪১:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ২৮ মার্চ ২০২৫
- / 60
চীনে সফররত বাংলাদেশের প্রধান উপদেষ্টার উপস্থিতিতে দুই দেশের মধ্যে অর্থনৈতিক ও প্রযুক্তিগত সহযোগিতা সংক্রান্ত একটি চুক্তি এবং আটটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। সফরের তৃতীয় দিনে এসব দ্বিপাক্ষিক চুক্তি ও সমঝোতা স্মারকে স্বাক্ষর হয়।
প্রধান উপদেষ্টার দপ্তরের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে এ তথ্য জানানো হয়েছে। পোস্টে উল্লেখ করা হয়, স্বাক্ষরিত সমঝোতা স্মারকগুলোর মধ্যে রয়েছে— দুই দেশের কালজয়ী সাহিত্য ও শিল্পকর্মের অনুবাদ ও সৃজন, সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণ ও তথ্য বিনিময়, গণমাধ্যম, ক্রীড়া এবং স্বাস্থ্য খাতে সহযোগিতা।
আরও পড়ুন : তারেক রহমানের নির্দেশনায় রূপগঞ্জে ঈদ উপহারসামগ্রী বিতরণ
এছাড়া, প্রধান উপদেষ্টার সফরে বাংলাদেশ ও চীনের মধ্যে পাঁচটি গুরুত্বপূর্ণ বিষয়ে সহযোগিতার আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়েছে। এগুলো হলো—
১. বিনিয়োগ আলোচনা শুরু করা
২. চীনের বিশেষায়িত অর্থনৈতিক অঞ্চল চালু
৩. মোংলা বন্দরের আধুনিকায়ন ও সম্প্রসারণ
৪. একটি রোবট ফিজিওথেরাপি ও পুনর্বাসন কেন্দ্র নির্মাণ
৫. বাংলাদেশে একটি কার্ডিয়াক সার্জারি গাড়ি অনুদান
চারদিনের চীন সফরে রয়েছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। সফরের অংশ হিসেবে তিনি শুক্রবার সকালে বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপলে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হন। বৈঠকে চীনের পক্ষে প্রেসিডেন্ট শি জিনপিং নেতৃত্ব দেন।
এছাড়া, অধ্যাপক ইউনূস বেইজিংয়ে চীনা ব্যবসায়ী নেতাদের সঙ্গে একটি ‘বিনিয়োগ সংলাপে’ অংশ নেন। সফরে প্রধান উপদেষ্টার সঙ্গে রয়েছেন পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা মো. তৌহিদ হোসেন, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ; সড়ক পরিবহন ও সেতু; এবং রেলওয়ে উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান, প্রধান উপদেষ্টার হাই রিপ্রেজেন্টেটিভ খলিলুর রহমান, এসডিজি বিষয়ক প্রধান সমন্বয়কারী ও সিনিয়র সচিব লামিয়া মোর্শেদ এবং প্রেস সচিব শফিকুল আলম।
পাবলিকিয়ান টুডে/ এম