জুলাই আন্দোলনে গুলি: ম্যাজিস্ট্রেট ও এএসপি গ্রেফতার
- প্রকাশিত: ০৮:১৯:৫৯ অপরাহ্ন, সোমবার, ১৪ এপ্রিল ২০২৫
- / 42
নরসিংদীতে জুলাই মাসে বৈষম্যবিরোধী আন্দোলনে গুলি চালানোর নির্দেশ দেওয়ার অভিযোগে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার সাইফুল ইসলামকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় তিনি ট্রাইব্যুনালের মামলায় গ্রেফতার হওয়া প্রথম বিসিএস প্রশাসনের কর্মকর্তা।
সোমবার (১৪ এপ্রিল) সাইফুল ইসলামকে গ্রেফতার করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। প্রসিকিউশন সূত্রে জানা গেছে, আন্দোলনের সময় পুলিশকে সরাসরি গুলি চালাতে নির্দেশ দিয়েছিলেন এই কর্মকর্তা।
আরও পড়ুন: চট্টগ্রামে বৈশাখী মঞ্চে হামলা, পুলিশ হেফাজতে ৬
এছাড়া একই মামলায় রাঙামাটির অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) অনির্বান চৌধুরীকেও গ্রেফতার করা হয়েছে। তাকেও আদালতে হাজিরের পর কারাগারে পাঠানো হয়। অনির্বান চৌধুরী গত বছরের জুলাই ও আগস্টে আন্দোলনের সময় নরসিংদীতে দায়িত্বে ছিলেন। পরে ৭ অক্টোবর তিনি রাঙামাটি জেলা পুলিশে যোগ দেন।
প্রসঙ্গত, ২০২৪ সালের ১৮ জুলাই নরসিংদীতে বৈষম্যবিরোধী ‘জুলাই আন্দোলন’ চলাকালে পুলিশের গুলিতে নিহত হন দশম শ্রেণির ছাত্র তাহমিদ ভূইয়া। তার মৃত্যু ঘিরে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে তাহমিদের লাশ নিয়ে বিক্ষোভ-মিছিলে ফের গুলি চালানো হয়, যাতে আরও একজন নিহত হন।
আন্দোলনের সময় শুধু নরসিংদীতেই প্রায় ২০ জন নিহত হন এবং আহত হন সহস্রাধিক মানুষ। এই ঘটনায় দায়ীদের বিচার চেয়ে আন্দোলন এখনো চলছে বিভিন্ন পর্যায়ে।