বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) তে সারাদেশে ২য় স্থান অর্জন করেছে শাবিপ্রবি।
- প্রকাশিত: ১০:২১:২৯ পূর্বাহ্ন, রবিবার, ২৩ জুন ২০২৪
- / 30
শাবিপ্রবি প্রতিনিধি: বার্ষিক কর্মসম্পাদন চুক্তি(এপিএ) বাস্তবায়নে সারা দেশের মধ্যে দ্বিতীয় স্থান অর্জন করেছে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও্ প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি)।
পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো মধ্যে ৯৭.৯১ স্কোর পেয়ে দ্বিতীয় স্থান অর্জন করে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।
আজ রোববার(২৩ই মে)বেলা ১১ টায় ঢাকায় বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) কার্যালয়ের সম্মেলন কক্ষে এ পুরস্কার প্রদান করা হয়।
শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরীর হাত থেকে ২০২২-২৩ অর্থবছরে দ্বিতীয় স্থান অর্জন করায় পুরস্কার গ্রহণ করেন সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ।
ইউজিসি চেয়ারম্যান (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মুহাম্মদ আলমগীরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা প্রতিমন্ত্রী শামসুন নাহার চাঁপা সহ ইউসিজি’র সদস্যবৃন্দ, উপাচার্যরা, ট্রেজারার, রেজিস্ট্রার, এপিএ ফোকাল পয়েন্ট বৃন্দ।
শাবিপ্রবি'র এমন কৃতিত্বপূর্ণ অর্জনে উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ বলেন ,একটি প্রতিষ্ঠান/সংস্থায় সেবা প্রদানে গতিশীলতা আনয়ন, দক্ষতা বৃদ্ধি, দায়বদ্ধতা ও জবাবদিহিতা নিশ্চিত করার লক্ষ্যে সরকার ২০১৪-১৫ সাল থেকে দেশে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) চালু করে। এর মাধ্যমে প্রতিষ্ঠানের সম্পদের যথাযথ ব্যবহার নিশ্চিত করতে প্রাতিষ্ঠানিক সক্ষমতার উন্নয়ন, সব স্তরে স্বচ্ছতা নিরূপণ এবং সরকার ঘোষিত টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা-২০৩০ ও রূপকল্প ২০৪১ বাস্তবায়ন অনেকটা সহজ হয়।
উপাচার্য আগামী বছর সব বিশ্ববিদ্যালয়ের মধ্যে শাবিপ্রবি ১ম স্থান অর্জন করার প্রত্যাশা ব্যাক্ত করেন তিনি ।